রক্তকরবী নাটকটি কার লিখা ? জানালে উপকৃত হবো ।
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
রক্তকরবী নাটকটি – রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । রক্তকরবী নাটক টি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত রক্তকরবী নাটকটির প্রথম নামকরণ করা হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী।