বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা আছে জানালে উপকৃত হবো ।
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
বাংলাদেশের গরম পানির ঝর্ণা : বাংলাদেশের গরম পানির ঝর্ণা আছে -সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে।
যেভাবে যাবেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়েঃ
বাস অথবা ট্রেনে করে সীতাকুণ্ড নামবেন। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব খুবই কম । রিক্সা/অটো করে খুব সহজেই চন্দ্রনাথ পাহাড় যাওয়া যায় (অটো জন প্রতি ২০ টাকা)। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সময় পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা পর্যটকদের চোখে পড়বে। চলতি পথে চোখে পড়বে পেয়ারা, সুপারি, আমসহ হরেক রকমের বাগান।পাহাড়ে ওঠার প্রধান ফটকটি অতিক্রম করে কিছুদূর গেলেই প্রথম যে ঝর্ণাটি পড়বে সেখান থেকেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা দু-ভাগে ভাগ হয়ে গেছে।
যারা সহজ উপায়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চান তারা ডানদিকের সিঁড়িওয়ালা রাস্তাটি দিয়ে উপরে উঠতে পারেন এবং যারা পাহাড়ি পথ ডিঙিয়ে রোমাঞ্চের সাথে পাহাড়ে উঠতে চান তারা বামদিকের পাহাড়ি পথ দিয়ে উপরে উঠতে পারেন। তবে ডানদিকের পথটিতে সিঁড়ি থাকলেও পাহাড়ে উঠার ক্ষেত্রে বামদিকের পাহাড়ি পথটিই সহজ। আর পাহাড় থেকে নিচে নামার সময় ডানদিকের সিঁড়িওইয়ালা পথটিই সহজ।